গ্রাহকের টাকা ছিনতেইয়ে আটক-৩
এইচ কবীর টিটো, (গফরগাঁও) :
ময়মনসিংহের গফরগাঁওয়ের মধ্যবাজারস্থ অগ্রণী ব্যাংকের সিড়ি থেকে এক মহিলা গ্রাহকের কাছ থেকে ৫০ হাজার টাকায় বান্ডিল ছিনতাই করে নিয়ে যায় মহিলা ছিনতাইকারীদল। এসময় মহিলার ডাক চিৎকারে আশপাশের লোকজন দৌড়ে এসে ৩ জনকে আটক করলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাটি আজ মঙ্গলবার (৫ অক্টোবর ) সকাল সাড়ে ১১টায় দিকে ঘটে।
জানা যায়, উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের সৌদী প্রবাসী নাজমুল হকের স্ত্রী সাবিকুন নাহার মীম সকাল ১১টায় তার শ্বশুর বাবুল মিয়াকে নিয়ে অগ্রণী ব্যাংকে আসেন। ব্যাংক থেকে ১ লক্ষ ৬৯ হাজার টাকা উত্তোলন করেন।
গৃহবধূ মীম জানান, টাকা উত্তোলনে পর শ্বশুরকে ১ লক্ষ ১৯হাজার টাকা দিয়ে বাকি ৫০ হাজার টাকা নিজে ভ্যানিটি ব্যাগে রেখে শিশু সন্তানকে কোলে নিয়ে সিড়ি দিয়ে নিচে নামতে থাকি। হঠাৎ সিড়িতে ৪ জন অজ্ঞাত মহিলা তার ব্যাগে চেইন খুলে ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে দৌড় দেয়।
অগ্রণী ব্যাংক গফরগাঁও শাখার ব্যবস্থাপক সারোয়ার হোসেন তালুকদার বলেন, ব্যাংকের সিড়ি থেকে টাকা ছিনতাইয়ের ঘটনা শুনেছি। তবে কেউ অভিযোগ দেয়নি।
গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, এ ঘটনায় ব্যাপারে আমি অবগত না।