নন্দীগ্রামে মরিচ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার নন্দীগ্রামে পৌরসভার বৈলগ্রামে খায়রুল ইসলাম নামে এক কৃষকের মরিচ ক্ষেতে ক্ষতিকর কীটনাশক প্রয়োগ করেছে দূর্বৃত্তরা। এতে অধিকাংশ মরিচ গাছ শুকিয়ে হলুদ বর্ণ হয়ে যাচ্ছে।
মঙ্গলবার (০৫ অক্টোবর) সকালে বৈলগ্রামের মরিচ ক্ষেতে গিয়ে এ দৃশ্য দেখতে পান কৃষক খায়রুল ইসলাম। সোমবার (০৪ অক্টোবর) রাতের কোনো এক সময় ওই জমিতে এ কীটনাশক প্রয়োগ করা হয়।
কৃষক খায়রুল ইসলাম জানান, চলতি মৌসুমে প্রায় একবিঘা জমিতে মরিচের চাষ করেন তিনি। সপ্তাহখানেক হলো গাছগুলোতে মরিচ ধরেছে। কিন্তু ওই ক্ষেতে কীটনাশক প্রয়োগ করে দূর্বৃত্তরা। মঙ্গলবার সকালে ক্ষেতে গিয়ে দেখেন তরতাজা মরিচ গাছগুলো হলুদ বর্ণ হয়ে যাচ্ছে। বিষয়টি উপজেলা কৃষি অফিস ও পৌরসভার মেয়রকে জানিয়েছেন তিনি। দূর্বৃত্তরা ১ লাখ টাকার মরিচ নষ্ট করেছে বলে দাবি করেন কৃষক খায়রুল ইসলামের।
নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার মো. আদনান বাবু জানান, শোনার পরেই মরিচের জমি পরির্দশন করা হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষককে আইনগত সহায়তাসহ কৃষি বিভাগ থেকে সহায়তা করা হবে।