গোপালগঞ্জে দুই ছাত্রলীগ নেতাকে সাময়িক অব্যাহতি
মেহের মামুন, (গোপালগঞ্জ) :
সংগঠন বিরোধী কায্যকলাপে যুক্ত থাকার দায়ে গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকে কমিটি থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার (০৫ আকোটাবর) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা ও সাধারন সম্পাদক আতাউর রহমান পিয়াল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সাময়িক অব্যাহতি পাওয়া দুই ছাত্রলীগ নেতারা হলেন, কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ (ছোটন) ও সাধারন সম্পাদক আলীউজ্জামান (জমির)।
প্রেস বিজ্ঞপিএতত বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখার আওতাধীন কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ (ছোটন) ও সাধারন সম্পাদক আলীউজ্জামান (জমির) কে উক্ত কমিটি থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হলো।
জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা জানিয়েছেন, সংগঠনের গঠনতন্ত্র বিরোধী কায্যকলাপ করায় তাদেরকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়েছে।