মাধবপুর পৌরসভায় ১১২ টি বিদুৎতায়িত সড়কবাতি স্থাপন
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জের মাধবপুর পৌরসভায় ১১২টি সড়কবাতি স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুর ১:২০ মিনিটে পৌরসভায় BAES সোলার লিমিটেড এর পক্ষ থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডে ১০টি করে মোট ১১২টি সোলার লাইট দেয়া হয়েছে।
এসময় পৌরসভার ৩নং ওয়ার্ডে গুচ্ছগ্রাম এলাকার সড়কে সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপনের মাধ্যমে উদ্বোধন করেন পৌরসভার মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান মানিক।এসময় আরো উপস্থিতি ছিলেন BAES সোলার লিমিটেডের চেয়ারম্যান মোঃহুমায়ুন কবির, পৌরসভার সচিব আমিনুল ইসলাম, প্রধান নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম,প্যানেল মেয়র মোবারক হোসেন, কাউন্সিলর বাবুল হোসেন,কাউন্সিলর হাকিম মিয়া,কাউন্সিলর শেখ জহির সহ প্রমূখ।