শিরোনাম

South east bank ad

বরগুনায় দূর্গা পূজাকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে ১৫৪ মণ্ডপ

 প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম. এস রিয়াদ, (বরগুনা) :

আসছে আগামী ১২ অক্টোবর দুর্গোৎসব উদযাপনকে কেন্দ্র করে বরগুনায় প্রস্তত করা হয়েছে ১৫৪ টি পূজা মণ্ডপ। এসকল পূজা মণ্ডপে মা দুর্গার প্রতিমা গড়তে ব্যস্ত সময় পার করছেন কারিগররা।

এক বছর ধরে অপেক্ষার পর আবারও দেবী দুর্গার হিরন্ময়ী আলোয় আলোকিত হবে পৃথিবী। বাংলা ১৯ আশ্বিন এবং ইংরেজী ৬ অক্টোবর মহালয়া দিয়ে শুরু দেবীপক্ষ। ১১ অক্টোবর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু দুর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা। এরপরে সপ্তমী, অষ্টমীতে ব্রত ও মহা অষ্টমীতে অঞ্জলি প্রদান, নবমী ও শেষে দশমীতে বিসর্জন অর্থাৎ বিদায় দিবে মাকে। তাই কারিগরদের রঙ ও সাজসজ্জার কাজ প্রায় শেষ পর্যায়ে।

বরগুনা জেলার ৬টি উপজেলা ও ৪টি পৌরসভায় মোট ১৫৪টি মণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরগুনা জেলার সভাপতি সুখরঞ্জন শীল বলেন- এবার দুর্গা পূজা অনুষ্ঠিত হবে সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে। এ ব্যাপারে আমারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করে রেখেছি।

দুর্গাপূজা উদযাপন নিরাপত্তা বিষয়ে পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিক বলেন- জেলা ও উপজেলার শহর সংলগ্ন মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। পূজা কমিটির নিজেদের উদ্যোগে ভলান্টিয়ারসহ কয়েক ধাপের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মণ্ডপের বাইরে ডিবি পুলিশ এবং ডিএসবি থাকবে।

এ বছর দেবী দুর্গার আগমন ঘটবে ঘোড়ায়, যাবেন দোলায় চড়ে। দেবী দুর্গার আর্শিবাদে পৃথিবীর সবাই সুখ শান্তিতে থকবেন, সেই সাথে করোনা মুক্তিতে মায়ের কাছে প্রার্থনা করবেন। এখন কেবল অপেক্ষার প্রহর গুনছেন বরগুনার সনাতন ধর্মাবলম্বীরা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: