অবৈধ ভাবে বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরীর নেতৃত্বে উপজেলার সাঙ্গু নদীর জুইদন্ডী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এই সময় সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় মোহাম্মদ আব্বাস নামে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত ডেজার ও জব্দ করা হয়।
এই বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন,উপজেলার ১১নং জুইদন্ডী ইউনিয়নের মোহাম্মদ আব্বাস দীর্ঘদিন ধরে সিন্ডিকেট করে সাঙ্গু নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো।খবর পেয়ে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছি এবং ডেজার জব্দ করেছি।