শিরোনাম

South east bank ad

পুলিশকে মারধরের ঘটনায় ছাত্রলীগনেতাসহ ১১ জনের কারাদণ্ড

 প্রকাশ: ০৫ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আরাফাত হাসান, (মাদারীপুর) :

মাদারীপুরের পুলিশ লাঞ্ছিত ঘটনার মামলায় শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি লাভলু হাওলাদারসহ ১১ জনকে কারাদণ্ড প্রদান করেছেন আদালত। আজ সোমবার বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় প্রদান করেন।

মাদারীপুর পাবলিক প্রসিকিউটর এডভোকেট সিদ্দিকুর রহমান সিং জানান, ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ঘাট এলাকায় বাদশা শেখের দোকানে মাদক উদ্ধার অভিযানে যায় পুলিশ। উদ্ধার অভিযানের সময় পুলিশকে সরকারি কাজে বাধা ও মারধরের ঘটনা ঘটে।

এ সময় বেশ কয়েকজন পুলিশ গুরুতর আহত হয়। পরবর্তীতে শিবচর থানার এএসআই আলমগীর হোসেন বাদী হয়ে ১৯ জনের নামে একটি মামলা দায়ের করে। মামলায় আজ বিকেলে ৪ জনকে ১০ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড এবং ৭ জনকে তিন বছর করে কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড প্রদান করেন।

১০ বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো ছাত্রলীগ নেতা লাভলু হাওলাদার, বাদশা শেখ, তন্ময়, কামাল শেখ এবং ৩ বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো তুষার, মাসুদ, মিজান, রেজাউল, নুর মোহাম্মদ, রাসেল, হযরত আলী।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: