আনোয়ারায় জাটকা বিরোধী অভিযান
জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
"মা ইলিশ রক্ষা পেলে,দেশে প্রচুর ইলিশ মেলে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশ সম্পদ সংরক্ষণ কার্যক্রম-২০২১ বাস্তবায়নে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জাটকা বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (০৪ অক্টোবর) মৎস্য অফিসার রাশিদুল হকের নেতৃত্ব সকাল ৭ টা থেকে ১০ পর্যন্ত উপজেলার চাতুরী চোমহনী বাজার,সরকার হাট,বটতলী বাজার,কালাবিবির দিঘির মোড়ে অভিযান পরিচালনা করে ৩০ কেজি জাটকা ইলিশ জব্দ করে তিনজনকে আটক করা হয়।
অসময় অভিযানে মেরিন ফিশারিজ অফিসার হুজ্জাতুল ইসলাম, স্বেচ্ছা সহকারী জাহিদ আহমেদ এবং অফিস সহকারী এনামুল এক উপস্থিত ছিলেন।
পরে জব্দকৃত এসব জাটকা ইলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী'র উপস্থিতিতে উপজেলার তিনটি এতিমখানায় বিতরণ করা হয়। এবং আটককৃতদের মুচলেখা দিয়ে ছেড়ে দেওয়া হয়।
এই বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা রাশিদুল হক বলেন,ইলিশ সম্পদ সংরক্ষণ কার্যক্রম-২০২১ বাস্তবায়নে এই অভিযান অব্যহত থাকবে।