ইসলামপুরে ইউএনও বদলীর বিদায় সংবর্ধনা
শামীম আলম, (জামালপুর) :
জামালপুরে ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদকে বদলী জনিত বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। অফিসার্স ক্লাব আয়োজিত সোমবার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল।
অন্যানের মধ্য ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,রোজিনা আক্তার চায়না, সহকারী কমিশনার (ভূমি) রোকনুজ্জামান খান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এ এম আবু তাহের,উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম, প্রমূখ বক্তব্য রাখেন।
উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলামের সঞ্চালনায় এতে উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,চেয়ারম্যান গণ, সাংবাদিক,ব্যবসায়ী ও সুধীজনরা বক্তব্য রাখেন। সভায় বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে স্বল্প সময়ের দায়িত্ব পালনকালে উপজেলা বিভিন্ন কাজের প্রশংসা করে তার দীর্ঘায়ু কামনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ বদলি জনিত বিদায়ী মুহূর্তে সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।