শিরোনাম

South east bank ad

জাগ্রত আছিম গ্রন্থাগারকে তালিকাভূক্তিকরণ সনদ প্রদান

 প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম বাজারস্থ জাগ্রত আছিম গ্রন্থাগারকে বেসরকারি গণগ্রন্থাগার হিসেবে সরকারি সীলমোহরে তালিকাভূক্তিকরণ সনদ প্রদান করা হয়েছে। গতকাল রবিবার তালিকাভূক্তিকরণ কর্মকর্তা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, ময়মনসিংহের সহকারী পরিচালক মোঃ সালাহউদ্দীন নিজের স্বাক্ষরিত সনদ জাগ্রত আছিম গ্রন্থাগারের পরিচালক জিল্লুর রহমান রিয়াদ ও পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এবিএম জাকির হাসান কাউসার এর কাছে হস্তান্তর করেন। তালিকাভূক্তিকরণ নম্বর- বিসগগ্র, ময়মন/৩৪ জাগ্রত আছিম গ্রন্থাগারের পরিচালক জিল্লুর রহমান রিয়াদ বলেন, "ময়মনসিংহ জেলায় শিক্ষা ও সংস্কৃতিতে সবচেয়ে অগ্রগামী উপজেলা হচ্ছে ফুলবাড়ীয়া। কিন্তু বই পড়া, গ্রাম পাঠাগার ও গ্রন্থাগার সংস্কৃতিতে আমরা অনেক পিছিয়ে আছি। কিছুদিন পূর্বেও ফুলবাড়িয়া উপজেলার কোন গ্রন্থাগার গণগ্রন্থাগার অধিদপ্তরের তালিকাভূক্ত ছিল না। বেসরকারি গণগ্রন্থাগার হিসেবে ফুলবাড়ীয়া থেকে জাগ্রত আছিম গ্রন্থাগারই বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, ময়মনসিংহ এর সাথে প্রথম যোগাযোগ করেছে। সেই সাথে উপজেলার অন্যান্য গ্রন্থাগারগুলোকেও সরকারি তালিকাভূক্ত হওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করব আমরা।"

জাগ্রত আছিম গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সদস্য শোয়াইব হাসান শিবলী বলেন, "'বই পড়, নিজেকে জানো' স্লোগানে জাগ্রত আছিম গ্রন্থাগার ২০১৭ সালের ২১শে ফেব্রুয়ারী থেকে আছিম অঞ্চল ও দক্ষিণ ফুলবাড়ীয়ায় শিল্প ও সাহিত্যের প্রচার-প্রসারের জন্য কাজ করে যাচ্ছে। সেইসাথে স্কুল কলেজের শিক্ষার্থীসহ সব বয়সের মানুষের মাঝে বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি ও বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজ করছি আমরা। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন জাতীয় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করছে জাগ্রত আছিম গ্রন্থাগার। সকলকে আমাদের সামজিক সাংস্কৃতিক কার্যক্রমে আন্তরিক সহযোগিতা করার জন্য অনুরোধ জানাই।"

জাগ্রত আছিম গ্রন্থাগার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এবিএম জাকির হাসান কাউসার বলেন, "বেসরকারি গণগ্রন্থাগার তালিকাভূক্তিকরণের সকল শর্ত পূরণ করে গত মাসে আমরা বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, ময়মনসিংহে নিবন্ধন ফরম পূরণ করে জমা দিয়েছিলাম। এরপর সকল কাগজপত্র যাচাই-বাছাই শেষে, গত ২৯ সেপ্টেম্বর বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, ময়মনসিংহের একটি প্রতিনিধি দল জাগ্রত আছিম গ্রন্থাগার পরিদর্শন করেন। ধারাবাহিকতায় গণগ্রন্থাগার অধিদপ্তর থেকে আমরা তালিকাভূক্তিকরণ সনদ পেয়েছি।"

দ্রুততম সময়ে জাগ্রত আছিম গ্রন্থাগারকে তালিকাভূক্তিকরণ সনদ প্রদান করায় গ্রন্থাগারের পরিচালনা কমিটির পক্ষ থেকে তালিকাভূক্তিকরণ কর্মকর্তা মোঃ সালাহউদ্দীন, সহকারী পরিচালক, বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার, ময়মনসিংহ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: