নেত্রকোনায় রেজিস্ট্রার অফিসের নিজস্ব ভবন না থাকায় দুর্ভোগ
আব্দুর রহমান, (নেত্রকোনা) :
নেত্রকোনা জেলা রেজিস্ট্রার অফিস ও সদর মহাফেজখানা সরকারি নিজস্ব ভবন না থাকায় জেলার ১০ উপজেলার ভূমি রেজিস্ট্রিকৃত দলিলের রেকর্ডপত্রাদি অপরিকল্পিতভাবে সংরক্ষণ করায় বালাম বহি ও অন্যান্য রেকর্ডপত্রাদি বৃষ্টির পানিতে ভিজে নস্ট হচ্ছে। এ ব্যাপারে জেলা তল্লাস কারক সমিতি নিজস্ব ভবনের দাবিতে গত রোববার প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেছে।
জানা গেছে, জেলা রেজিস্ট্রার অফিসের সরকারি নিজস্ব ভবন না থাকায় জেলা শহরের মোক্তারপাড়ায় পুরাতন আদালত পরিত্যক্ত ভবনে কাজ চালানো হচ্ছে। রেজিস্ট্রি অফিসের বারান্দায় প্রায় ৩০জন তল্লাস কারক গাদাগাদি ভাবে কাজ করছেন। সামান্য বৃষ্টি হলেই ভবনের ছঁাদ ছুয়ে পানি পড়ে।
পলিথিনের ছাইনি দিয়ে রেকর্ডের কাগজপত্রাদি সংরক্ষিত আছে। বৃষ্টির পানিতে ভবন ড্যামেজ, বিভিন্ন অংশে ফাটল, উই পোকা ও তেলা পোকায় জরুরি ও মূল্যবান কাগজপত্রাদি ও বালাম বই বিনষ্ট হওয়ায় তল্লাস কারকগণ তল্লাশি করে সঠিক ফলাফল প্রদান করতে পারে না। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা তল্লাস কারক সমিতি নিজস্ব ভবনের দাবিতে গত রোববার প্রধানমন্ত্রী বরাবরে স্মারনলিপি প্রদান করেছে।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংরক্ষিত মহিলা আসনের এমপি হাবিবা রহমান খান শেফালী আইন ও বিচার বিভাগ মন্ত্রনালয় বরাবরে সুপারিশ করেছেন।