রংপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
আমিনুল ইসলাম জুয়েল, (রংপুর) :
রংপুরের কাউনিয়া উপজেলায় বাড়ীর পাশে জাম্বুরা তুলতে গিয়ে খালের পানিতে ডুবে দিপা মনি (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (০৪ অক্টোবর) দুপুরে উপজেলার সারাই ইউনিয়নের উদয়নারায়ন মাছহারী বালাপাড়া নোয়াখালীটারী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দিপা মনি উপজেলার উদয়নারায়ন মাছহারী বালাপাড়া নোয়াখালীটারী গ্রামের রমজান আলী মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, দিপা মনির জন্মের পর বাবা মায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটেলে নানা জামতুলের আশ্রয়ে লালন পালনে বড় হচ্ছিল। রোববার রাত থেকে বৃষ্টির পানিতে নানার বাড়ির পাশের একটি খাল পানিতে ভরে যায়।
সোমবার দুপুরে পরিবারের লোকজনের অজান্তে শিশু দিপা মনি বাড়ীর বাহিরে খেলতে যান। এসময় খালের পানিতে পড়ে থাকা জাম্বুরা তুলতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুজির একপর্যায়ে খালের পানিতে ভাসতে থাকা শিশুটির মরদেহ পরিবারের লোকজন
উদ্ধার করে।
রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার পরিদর্শক (ওসি) শওকত আলী সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় হারাগাছ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।