ভাঙ্গুড়ায় অটোভ্যানের নিচে পড়ে বৃদ্ধার মৃত্যু
সুশান্ত কুমার সরকার, (পাবনা) :
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অটোভ্যানের নিচে পড়ে নুরজাহান বেগম(৭০) নামের এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ভাঙ্গুড়া ইউনিয়নের কৈডাঙ্গা খাঁপাড়া ঢালানে দুর্ঘটনাটি সংঘটিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে চিকৎসাধীন অবস্থায় দুপুরের দিকে তার মৃতু হয়। তিনি কৈডাঙ্গা নতুনপাড়া গ্রামের আবুল প্রামাণিকের স্ত্রী।
বৃদ্ধার ছেলে শামীম হোসেন বলেন,আত্মীয় বাড়ি থেকে ফেরার পথে রাস্তা পারাপারের সময় ডান দিক থেকে ছুটে আসা একটি অটো ভ্যানের নিচে তিনি পড়ে যান। খবর পেয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। দুপুর দেড়টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃতুবরণ করেন।
ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মু. ফয়সাল বিন আহসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিট পুলিশিং অফিসার এসআই আনোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ওই বৃদ্ধার আত্মীয়-স্বজনদের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।