শিরোনাম

South east bank ad

কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

 প্রকাশ: ০৪ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এইচ কবীর টিটো, (গফরগাঁও) :

ময়মনসিংহের গফরগাঁওয়ে ফাতেমা (২১) নামের এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে গফরগাঁও থানা পুলিশ।

গত রোববার বিকালে গফরগাঁও উপজেলার যশরা ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামের বুরহান উদ্দিনের পরিত্যক্ত ঘরের পাশে ফাতেমাকে অচেতন অবস্থায় পাওয়া গেলে স্থানীয় লোকজন তাকে নিয়ে হাসপাতালে আসার পথে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে ওই ছাত্রী লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহত কলেজ ছাত্রী ফাতেমা উপজেলার নিগুয়ারী ইউনিয়নের মাখল কালদাইড় গ্রামের হাফিজ উদ্দিনের মেয়ে এবং গফরগাঁও আলতাফ গোলন্দাজ ডিগ্রী কলেজের ডিগ্রী ২য় বর্ষের ছাত্রী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে কলেজ ছাত্রী ফাতেমা পরিবারের লোকজেনর সাথে গফরগাঁও এসে তাদেরকে রেখে কলেজে যাওয়ার কথা বলে আর ফিরে আসেনি। বিকেলে খোদাবক্সপুর গ্রামের বুরহান উদ্দিনের পরিত্যক্ত ঘরের পাশে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। স্থানীয় লোকজন তাকে নিয়ে হাসপাতালে আসার পথে সে মারা যায়। পরে হাসপাতাল থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

এ ঘটনায় রাতেই গফরগাঁও থানায় অভিযোগ দায়ের করা হয়।

নিহতের বড়ভাই আব্দুল্লাহ বলেন, খোদাবক্মপুর গ্রামের বুরহান উদ্দিনের ছেলে মিরাজ আহাম্মেদ এর সাথে তার বোন ফাতেমার দুই বছর ধরে প্রেমের সম্পর্ক ছিলো। মিরাজ তাকে ফোন করে তার বাড়িতে নিয়ে পরিকল্পিতভাবে হত‍্যা করতে পারে। আমরা বোনের হত‍্যাকারীর দৃষ্টান্তমূলক বিচার চাই।

গফরগাঁও থানার ওসি অনুকৃল সরকার বলেন, কলেজ ছাত্রী লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন‍্য আজ সোমবার সকালে জেলা মর্গে প্রেরন করা হয়েছে। রিপোর্টে ভিত্তিতে আইনগত ব‍্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: