রাজশাহীতে সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে বিহারিদের জমি দখলের চেষ্টার অভিযোগ
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহী মহানগরীর সাগরপাড়া এলাকায় রাজশাহী সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ডেও সাবেক কাউন্সিলর দিলদার হোসেনের বিরুদ্ধে বিহারিদের জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এরই প্রতিবাদে রবিবার (০৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে সাগরপড়া বল্ললগঞ্জ এলাকায় ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করছেন বিহারীরা।
বিহারিদের অভিযোগ, স্বাধীনতার আগে থেকে ২০ থেকে ২২ কাঠা ওই জমিতে তাদের বংশের লোকের বসবাস করে আসছেন। কিন্তু সাবেক কাউন্সিলর দিলদার এই জমি এখন তাদের দাবি করছে। এসময় তারা প্রশাসনের হস্তক্ষেপ কামানা করে।
এ বিষয়ে অভিযুক্ত সাবেক কাউন্সিলর দিলদার হোসেন বলেন, তারা কেন আমার বিরুদ্ধে এমন অভিযোগ করছে আমার জানা নেই। যারা এগুলো করছে তারা আমাদের সম্পাত্তি দখল করে ভোগ করছে।
নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, এ ব্যাপারে কোনো কিছু জানা নেই। কারণ কেউ এখন পর্যন্ত এমন ঘটনায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।