শিরোনাম

South east bank ad

সাব রেজিস্ট্রার অফিসের বটবৃক্ষের ডাল কাটাই দলিল লেখক সহ ৩ জনের বিরুদ্ধে মামলা

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :

শেরপুরের শ্রীবরদী উপজেলা সাব রেজিস্ট্রার অফিস চত্বরের প্রাচীন বটবৃক্ষের ডালপালা কাটার অভিযোগে ২ দলিল লেখক ও তাদের এক সহযোগীসহ ৩ জনের বিরুদ্ধে শ্রীবরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।

৩ অক্টোবর রোববার সকালে সাব রেজিস্ট্রার অফিসের অফিস সহকারি উম্মেহানি সেলিনা পারভীন বাদী হয়ে অনাধিকার প্রবেশ করিয়া গাছের ডালপালা কাটিয়া ক্ষতিসাধন, চুরি ও প্রাণনাশের হুমকি প্রদান করার অভিযোগ এনে মামলাটি দায়ের করেন।

মামলার আসামিরা হলেন খামারিয়া পাড়া এলাকার রবিউল ইসলাম চৌধুরী, শ্রীবর্দী সাব রেজিস্ট্রার অফিসের ৬৮ নং সনদের দলিল লেখক উপজেলার সদর ইউনিয়নের কুড়ি পাড়া গ্রামের আনিসুর রহমান ও একই গ্রামের ৮১ নং সনদের দলিল লেখক নুরুজ্জামান উরুফে ফুলু।

মামলা সূত্রে জানা যায়, ১ লা অক্টোবর শুক্রবার সকালে আসামিরা যোগসাজশ করে সাব রেজিস্ট্রার অফিস চত্বরের প্রাচীন বটবৃক্ষের ডাল পালা অফিস কর্তৃপক্ষকে না জানিয়ে কেটে নিয়ে যায়। শুক্রবার সরকারি ছুটি থাকায় অফিস বন্ধ ছিল আর এ সুবাদেই তারা এ ঘটনা ঘটিয়েছে।

শ্রীবরদী থানার ওসি বিপ্লব কুমার বিশ্বাস মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। এ মামলার এজাহারভুক্ত ৩ আসামি পলাতক রয়েছে । তাদের অবিলম্বে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: