শিরোনাম

South east bank ad

প্রার্থীতা ঘোষণা দেয়ায় রাজশাহীতে আওয়ামী লীগ নেতাকে মারপিট

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো):

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ায় রাজশাহীর বাগমারায় এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে উপজেলার আউচপাড়া ইউনিয়নের খুঁজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত ওই আওয়ামী লীগ নেতাকে রাতেই আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ওই নেতার নাম আলামিন হোসেন (৪২)। তিনি আউচপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি। আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেয়ার পর দিন আলামিনের উপর এই হামলার ঘটনা ঘটলো।

আলামিনের স্বজনদের অভিযোগ, উপজেলার আউচপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার জান মোহাম্মদের নির্দেশে তাঁর লোকজন এই হামলা চালিয়েছেন। তবে জান মোহাম্মদ এই অভিযোগ অস্বীকার করেছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, শনিবার রাত সাড়ে ৮টার দিকে আলামিন একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় কয়েকজন যুবক তাঁকে ঘিরে ধরেন। এরপর তিনি কেন চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাচ্ছেন- এমন প্রশ্ন তুলে তাঁরা আলামিনের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা দোকানের সামনে তাঁকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করার পর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যান। এ সময় স্থানীয় লোকজন তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আলামিনের ভাই হেলাল উদ্দিন বলেন, আলামিন আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করে গত শুক্রবার থেকে এলাকায় আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেন। এই কারণে বর্তমান চেয়ারম্যান তাঁর প্রতি ক্ষুব্ধ হন। তিনি তার ক্যাডার বাহিনী দিয়ে তাঁর ভাইকে মেরেছেন বলে দাবি করেন হেলাল উদ্দিন। তবে এ অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান জান মোহাম্মদ বলেন, আলামিন এক সময় সর্বহারা ক্যাডার ছিল। তিন বছর আগে পাবনা গিয়ে সে আত্মসমপর্ন করে এসেছে। সে মাতাল হয়ে মানুষের সঙ্গে অশালিন আচরণ করায় জনগন ধরে তাকে গণধোলায় দিয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চায়ের দোকানে রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ করার সময় কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটে। আলামিনের পরিবারকে মামলা করতে পরামর্শ দেওয়া হয়েছে। চিকিৎসার জন্য তাঁর পরিবার রাজশাহী থাকায় এখনো কোনো মামলা হয়নি। মামলা হলেই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: