গোপালগঞ্জে বিশেষ উন্নয়ন সভা
মেহের মামুন, (গোপালগঞ্জ) :
গোপালগঞ্জে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর বিশেষ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এ উন্নয়ন সভার আয়োজন করে।
রবিবার বিকালে শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে অনুষ্ঠিত এ উন্নয়ন সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল ও ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেড এর পরামর্শক এ্যাভোকেট এসএম মুনীর।
এসময় ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের ইভিপি উন্নয়ন তপন কুমার বিশ্বাস, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকু, জেলা সিপিবির সভাপতি মোহম্মদ আবু হোসেন, সুজনের সভাপতি রবীন্দ্রনাথ অধিকারী, সাংবাদিক সৈয়দ মিরজুল ইসলাম, এসএম হুমায়ুন কবীর, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির অবসরপ্রাপ্ত সচিব খোন্দকার জাকারিয়া খালেদ, কোম্পানীর দক্ষিণাঞ্চলের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর ইউনিট ম্যানেজার মোহাম্মদ নাহিদ কাজীসহ কোম্পানীর বিভিন্ন ইউনিট ম্যানেজার, মাঠকর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।