শিরোনাম

South east bank ad

ভেদরগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

রোমান আহমেদ আকন্দ, (শরীয়তপুর) :

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগে মো. মালেক বেপারী নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সন্ধায় সখিপুর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন। এরআগে সকালে সখিপুর থানায় ওই কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। মালেক উপজেলার চর পায়াতলী গ্রামের কাদের বেপারীর ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর শুক্রবার সকালে কিশোরীর মা কাজের প্রয়োজনে বাড়ির বাইরে যান । এ সুযোগে বাকপ্রতিবন্ধী কিশোরীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে মালেক বেপারী (১৮)। তার মা বাড়ি ফিরলে ওই কিশোরী ইঙ্গিতে ঘটনাটি জানায়। পরে মালেক বেপারীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন ওই কিশোরীর মা।

এ ব্যাপারে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত যুবক পলাতক রয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: