বিয়ের দাবিতে তিন দিন ধরে ছেলের বাড়িতে অনশণ করছেন মারুফা
ফরিদুল ইসলাম রঞ্জু, (ঠাকুরগাঁও) :
ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের নেংটিহারা গ্রামের সবুজ ইসলাম (৩০) এর বাসায় বিয়ের দাবিতে ৩ দিন ধরে অবস্থান করছেন মারুফা সিদ্দিকা (১৮) নামের এক মেয়ে।
জানা যায়, মারুফা ভানোর নেংটিহারা গ্রামের মোজাম্মেল হকের মেয়ে এবং প্রেমিক সবুজ সাইদুর রহমানের ছেলে। এ বিষয়ে প্রেমিকা মারুফা জানান- "আমার সাথে সবুজের ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল এবং সে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার আমার সাথে দৈহিক মেলামেশা করেছে। বর্তমানে সে আমাকে বিয়ে করতে অস্বীকার করে। তাছাড়া আমি জানতে পারি, গত বৃহস্পতিবার সে বিয়ে করেছে তাই আমি এখানে আসছি। আমি এখানে আসলে তার সদ্য বিবাহিত বউ নাসরিন তার বাবার বাড়িতে চলে যান। সে আমাকে বিয়ে না করলে আমি এখানে আত্মহত্যা করব।" শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, বিষয়টি নিয়ে এখন মারুফা ও সবুজের পরিবারের মধ্যে মীমাংসার প্রক্রিয়া চলমান রয়েছে।