ময়মনসিংহে ডিবির অভিযানে গ্রেফতার-৫
মো. নজরুল ইসলাম, (ময়মনসিংহ) :
ময়মনসিংহে জেলা গোয়ান্দা পুলিশের (ডিবি) অভিযানে আলোচিত ৫ হেরোইন ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। এদের মধ্যে তিনজন নারী মাদক ব্যবসায়ী। তাদের কাছ থেকে ২৪০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। শনিবার পৃথক অভিযান তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে মাদকমুক্ত ময়মনসিংহ গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসাবে শনিবার এসআই শামীম আল মামুন সংগীয় অফিসার ফোর্সসহ বিভাগীয় নগরীর জিলা স্কুলের সামনে তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ২শত গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। মাদক ব্যবসায়ীরা হলো, তারাকান্দার হরিপুর নামাপাড়া বর্তমান মোহাম্মদ আলী রোডস্থ জনৈকা ডাঃ মেহনাজ তাবাসসুম এর বাসা ভাড়াটিয়া রোজিনা আক্তার রোজি (স্বপ্না), কোতোয়ালীর ভবানীপুরের মোছাঃ নাজমা আক্তার ও নান্দাইলের মোছাঃ হাসনা বেগম।
অপর অভিযানে এসআই সোহরাব আলী সংগীয় অফিসার দিঘারকান্দা বাইপাস থেকে আরো দুই হেরোইন ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। মাদক ব্যবসায়ীরা হলো, মুক্তাগাছার ঘাটুরীর উজ্জল মিয়া ও মোঃ শরিফ। গ্রেফতারকৃতদের বরাত দিয়ে ওসি জানান, তারা দীর্ঘদিন ধরে ময়মনসিংহ নগরীতে পাইকারী ও খুচরা হেরোইন ব্যবসা করে আসছে। হেরোইন উদ্ধারের ঘটনায় পৃথক দুইটি মামলা হয়েছে। রবিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।