শিরোনাম

South east bank ad

মাদারীপুরে সাংবাদিককে অব্যাহতি দেয়ার প্রতিবাদে মানববন্ধন

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস এম আরাফাত হাসান, (মাদারীপুর):

বিনা নোটিশে দৈনিক কালেরকন্ঠ পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি আয়শা সিদ্দিকা আকাশীকে অব্যাহতি দেয়ার প্রতিবাদে এবং স্বপদে বহালের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে মাদারীপুরে কর্মরত সাংবাদিক সমাজ। সেই সাথে বিভিন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ মানববন্ধনের একত্মতা পোষণ করে অংশ নেয়। রবিবার সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত মাদারীপুর প্রেসক্লাবের সামনে এসব কর্মসূচি করা হয়।

জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর একটি অব্যাহতিপত্রের মাধ্যমে দৈনিক কালেরকন্ঠের মাদারীপুর জেলা প্রতিনিধি আয়শা সিদ্দিকা আকাশীকে কোন কারণ দর্শানো ছাড়াই অব্যাহতি প্রদান করেন। এতে মাদারীপুরে কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিবাদ গড়ে উঠে। তাকে স্বপদে বহালের দাবীতে মাদারীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করা হয়। মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক এসএম আরাফাত হাসান সমাবেশে সভাপতিত্ব করেন। এসময় মাদারীপুর প্রেসক্লাব, মাদারীপুর সাংবাদিক কল্যাণ সমিতি,মৈত্রী মিডিয়া,কালকিনি রিপোর্টার্স ইউনিটি, জাতীয় সাংবাদিক সংস্থা, মফস্বল সাংবাদিক ফোরাম, রাজৈর সাংবাদিক ফোরাম,সহ বিভিন্ন সংগঠনের সদস্যরা অংশ নেয়। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম মাওলা আকন্দ, জাহাঙ্গীর কবির, সুবল বিশ্বাস,মনির হোসেন বিলাস, জহিরুল ইসলাম খান,শফিক স্বপন,মিলন মাহমুদ,নাসির উদ্দিন লিটন, শেখ মোস্তাফিজুর রহমান নাদিম, সঞ্জয় কর্মকার অভিজিৎ, আব্দুল্লাহ আল মামুন,ফায়েজুল শরীফ, অজয় কুন্ডু,গাউসুর রহমান, এহসান আজগর, সাবরীন জেরিন, মহিবুল আহসান লিমন,শাহাদাত হোসেন জুয়েল, এমদাদুল হক মিলনপ্রমুখ। মাদারীপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাগর হোসেন তামিম প্রতিবাদ সভা পরিচালনা করেন।
এসময় একাত্মতা প্রকাশ করে দৈনিক সুবর্নগ্রাম পত্রিকা কতৃপক্ষ ও মাদারীপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান রুবেল খান, সাংবাদিক ফরিদ উদ্দিন মুফতী,দুরন্ত মাদারীপুরের রাকিব হাসান, মিলন মুন্সি, নকশি কাঁথার জুবায়ের জাহিদ, স্বপ্নের সবুজ বাংলাদেশের ইমরান মুন্সি, মানব কল্যাণ সংগঠনের কামরুল ইসলাম,বিডি ক্লিন রাহাত হোসেন,বন্ধুসভার এহসান আজগর,আচল মাল্টিমিডিয়া,স্বপ্নের সহর,মানবিক রক্তব্যাংক,আফতাব উদ্দিন ফাউন্ডেশন আয়েশা মোফাজ্জেল,সুমন মিডিয়া পয়েন্ট সিরাজ মুন্সীসহ একাধিক সংগঠন অংশ নেয়।

এসময় বক্তরা, অবিলম্বে সাংবাদিক আয়শা সিদ্দিকা আকাশীকে কালেরকন্ঠ পত্রিকায় স্বপদে বহালের জোর দাবী করেন। না হলে আগামীতে বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: