ত্রিশালে শেখ হাসিনার জন্মদিনে বাইসাইকেল র্যালী
আব্দুল্লাহ আল ফাহাদ, (ত্রিশাল) :
গতকাল শনিবার (২ অক্টোবর) সকাল ১১ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে ত্রিশাল উপজেলা ছাত্রলীগনেতা মাহমুদুল হাসান সরকার নিশাদের নেতৃত্বে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়। আনন্দ র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগের অফিসের সামনে এসে শেষ হয়।
ত্রিশাল উপজেলা ছাত্রলীগনেতা মাহমুদুল হাসান সরকার নিশাদ বলেন , বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও সংগ্রামের সাথে জড়িত বাইসাইকেল এর ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা । বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন ভাইয়ের দিকনির্দেশনা আমরা আনন্দ র্যালী করেছি।