শিরোনাম

South east bank ad

মোবাইল ছেড়ে খেলার মাঠে ফেরাতে ১০০ বল দিলেন ইউএনও

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর):

শেরপুরে এবার জেলা ফুটবল এ্যাসোসিয়েশনে ১০০ ফুটবল দিয়েছে সদর উপজেলা ক্রীড়া সংস্থা। ২ অক্টোবর শনিবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে এ ফুটবল হস্তান্তর করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

ওই সময় তিনি বলেন, বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় যুব সমাজ ও তরুণরা খেলাধুলার প্রতি আগ্রহ হারাচ্ছে। এখন সবার হাতে স্মার্টফোন। সবাই এখন ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন অনলাইন গেইমসে ব্যস্ত। তিনি আরও বলেন, ফুটবল খেলা একটি জনপ্রিয় খেলা। তাই এই খেলাকে পুনরায় মাঠে ফেরাতে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের উদ্যোগে সাড়া দিয়ে সদর উপজেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে ১০০ টি ফুটবল প্রদান করা হলো। যেন সকল তরুণ সমাজ আবার ফুটবলে ফিরে আসে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ ফিরোজ আল মামুনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক হাকিম বাবুল, জেলা ক্রীড়া সংস্থার দাবা উপ-পরিষদের সভাপতি জাকির হোসেন বাবুল, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ও আনোয়ার হোসেন সুরুজ, সাবেক পৌর কাউন্সিলর বাদশা মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মানিক দত্ত বলেন, আমরা ফুটবলকে মাঠে ফেরাতে একটি উদ্যোগ হাতে নিয়েছি। উদ্যোগটি হচ্ছে মোবাইল ফোন ছেড়ে মাঠে খেলতে গেলেই তরুণ সমাজকে ফুটবল উপহার দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় এ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক সংগঠক, প্রতিষ্ঠান আমাদের ৫০০ ফুটবল উপহার দিয়েছে। এক হাজার ফুটবল পুরো হলে চলতি মাসের যে কোন দিন এগুলো পুরো জেলার বিভিন্ন ক্লাব, স্কুল, সামাজিক সংগঠনসহ কিশোর ও তরুণদের মাঝে সেগুলো বিতরণ করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: