শিরোনাম

South east bank ad

১৭ রাউন্ড গুলি নিয়ে বিমানে উঠতে গিয়ে ব্যবসায়ী ধরা

 প্রকাশ: ০৩ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো):

ব্যাগে গুলি নিয়ে বিমানে উঠতে গিয়ে ব্যাগ স্ক্যানিংয়ের সময় বিমানের সিভিল অ্যাভিয়েশনের কর্মীদের হাতে ধরা খেলেন এক ব্যবসায়ীকে। পরে ওই যাত্রীকে বিমানবন্দরে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। শনিবার (০২ অক্টোবর) বিকালে রাজশাহীর হজরত শাহমখদুম (র.) বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, আবদুল বারী শাহ চৌধুরী নামের ওই ব্যক্তি ভুল করেই ১৭ রাউন্ড গুলি নিয়ে বিমানে উঠতে যাচ্ছিলেন। রাজশাহী মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, আবদুল বারী শাহ চৌধুরীর বাড়ি নওগাঁর সাপাহার। তিনি একজন ফিলিং স্টেশন ব্যবসায়ী।

তিনি জানান, বিমানবন্দরে আটকের পর আবদুল বারী শাহ চৌধুরীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি জানান, তাঁর বাবার নামে লাইসেন্স করা রিভলবারের এসব গুলি ব্যাগেই ছিলো। ভুল করে এসব নিয়ে তিনি ঢাকায় যাচ্ছিলেন। ওসি জানান, সাপাহার থানার মাধ্যমে এই লাইসেন্সের ব্যাপারে খোঁজ নেওয়া হয়েছে। সাপাহার থানা পুলিশ রিভলবার ও গুলির লাইসেন্স থাকার কথা জানিয়েছে। তাই প্রাথমিকভাবে বিমানবন্দরে গুলি নিয়ে যাওয়ার এই এটি ভুল বলেই মনে হচ্ছে। রাত সাড়ে ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত লাইসেন্সের কপি বিমানবন্দর কর্তৃপক্ষের নিকট পৌঁছে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা। তখন পর্যন্ত আটক ব্যক্তি থানাতেই ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: