শিক্ষক খুনের ঘটনায় আদালতে আসামির স্বীকারোক্তি
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো):
রাজশাহীতে প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মায়া রাণী ঘোষ (৭০) হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া প্রধান আসামি মিলন শেখ (৪০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার (০২ অক্টোবর) রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মাহবুবুর রহমান এ জবানবন্দি রেকর্ড করেন।
রাতে রাজশাহী নগরীর বায়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘নিহত মায়া রাণী ঘোষের প্রাক্তন ছাত্র ও এ মামলার আসামি মিলন আদালতে হত্যার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। নিহতের সোনার গহনার লোভে তিনি তাকে হত্যা করেন।’ ওসি আরও বলেন, ‘মিলন আদালতকে বলেছেন যে তিনি ওড়না দিয়ে মায়া রাণী ঘোষের মুখ, নাক চেপে ধরে তাকে হত্যা করে এবং কানের দুল, হাতের চুড়ি, গলার মালা খুলে নিয়ে পালিয়ে যান।’
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর রাজশাহী নগরীর ঘোষপাড়ায় নিজ বাসায় মায়া রাণী ঘোষের গলায় ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ পড়ে ছিল। পরে পুলিশ খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে। এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত অবসরপ্রাপ্ত শিক্ষকের ছোট ভাই দেবাশিস ঘোষ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলায় ওই দিন রাতেই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।