বিদেশি ২৪ বোতল মদসহ ১ জন গ্রেফতার
নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জে বিদেশি ২৪ বোতল মদসহ সাগর আহম্মেদ জসিম (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটক জসিম চুনারুঘাট উপজেলার টেকেরঘাটের সাদেক মিয়ার ছেলে। শনিবার (২ অক্টোবর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার দেউন্দি রাস্তার মোড় থেকে ২৪ বোতল ভারতীয় মদসহ জসিমকে হাতেনাতে গ্রেফতার করেন। এ তথ্যে নিশ্চিত করে ওসি অজয় চন্দ্র দেব জানান- এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত আছে বলেও ওসি জানান।