চট্টগ্রামে সুবিধাবঞ্চিত ও অসহায়দের মধ্যে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার খাদ্যসামগ্রী বিতরণ
চট্টগ্রামে সুবিধাবঞ্চিত ও অসহায় আড়াইশ মানুষকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার দিল স্টেট ব্যাংক অব ইন্ডিয়া। করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে অসহায় আড়াইশ পরিবারের মধ্যে খাদ্য বিতরণ করে প্রতিবেশী ভারতের এ কেন্দ্রীয় ব্যাংক। খাদ্য ও উপহারসামগ্রী বিতরণে সহায়তা করেছে ধর্মীয় ও সামাজিক সংগঠন ‘সনাতন’।
গতকাল শনিবার নগরীর থিয়েটার ইনস্টিটিউটে আলোচনা সভা ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়।
এ সময় সনাতন সংগঠনের নারী ইউনিটের সিনিয়র সদস্য রুপা সেনগুপ্ত, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. নজরুল ইসলাম, ভারতীয় সহকারী হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি অদ্যুৎ জা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল অপূর্ব ভট্টাচার্য, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, বিপিসির মহাব্যবস্থাপক মনিলাল দাশ উপস্থিত ছিলেন।