শিরোনাম

South east bank ad

ময়মনসিংহে রেলওয়ে সিগন্যাল এসোসিয়েশন দিবস পালিত

 প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ নজরুল ইসলাম, (ময়মনসিংহ) :

বাংলাদেশ রেলওয়ে সিগন্যাল এসোসিয়েশন দিবস উপলক্ষে শনিবার সকাল ১০টায় ময়মনসিংহ রেলস্টেশন চত্বরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি ময়মনসিংহের সভাপতি অ্যাড. এমদাদুল হক মিল্লাত এবং ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. নজরুল ইসলাম চুন্নু।

উল্লেখ্য, রেলওয়ে সিগন্যাল কর্মীদের ১৮৯০ সাল থেকে কোনরুপ ছুটি ছাড়াই ২৪ ঘন্টা ডিউটি করতে হতো। আইএলও'র কনভেনশন পরিপন্হী উক্তরুপ দাসত্ব ও অমানবিক ডিউটি বাতিল করে দৈনিক ৮ ঘন্টা শ্রম সময় নির্ধারণের দাবীতে সিগন্যাল এসোসিয়েশন ২০১০ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করে। ২০১৮ সালে হাইকোর্ট রিট মঞ্জুর করে এবং আপীল্যাট ডিভিশনেও রায় বহাল থাকে। সুপ্রিম কোর্টের নির্দেশনা থাকা সত্বেও এখন পর্যন্ত পর্যাপ্ত জনবল নিয়োগ না দেয়ায় সিগন্যাল কর্মীগণ রায়ের আলোকে যথাযথ সুফল ভোগ করতে পারছেন না।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: