শিরোনাম

South east bank ad

থ্রী-হুইলার মুক্ত মিশনে নেমেছেন হাইওয়ে পুলিশ

 প্রকাশ: ০২ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বাগেরহাট প্রতিনিধি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে বাগেরহাট-খুলনা ও মোংলা মহাসড়কে থ্রী হুইলার মুক্ত মিশনে নেমেছেন কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। চলমান এ নির্দেশনায় কঠোর অভিযানের মধ্যে চলতি মাসে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ ১৭৫টি থ্রী-হুইলারের বিরুদ্ধে মামলা দিয়ে প্রায় ৪ লক্ষ ৩৭ হাজার ৫শত টাকা রাজস্ব আদায় করেছেন। ফলে উক্ত মহা-সড়কে থ্রি-হুইলার জাতীয় অবৈধ যানবাহন চলাচল অনেকাংশে কমে গেছে। এ ধারা অব্যাহত রাখলে সড়ক দুর্ঘটনা রোধ করাসহ আহত ও নিহতের সংখ্যা কমে আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

সূত্র জানায়, খুলনা-মোংলা- বাগেরহাট মহাসড়কের কাটাখালী হাইওয়ে থানা পুলিশ গত ২২ সেপ্টেম্বর থেকে মহাসড়কে অবৈধ থ্রী-হুইলার চলাচল বন্ধের মিশনে কঠোর বিধি নিষেধ আরোপ করেন। এই কঠোর নিষেধাজ্ঞায় মহাসড়কে কোন প্রকার অবৈধ নছিমন, করিমন, অটোরিক্স, ইজিবাইক ও মাহেন্দ্রসহ থ্রী-হুইলার জাতীয় যানবাহন মহাসড়কে উঠলেই হাইওয়ে থানা পুলিশ তাৎক্ষনিক ডিজিটাল মামলা দিয়ে তাদেরকে আইনের আওতায় আনছে। যে কারণে থ্রি-হুইলার জাতীয় যানবাহন এখন মহাসড়কে তেমন একটা চলাচল করছে না। আর চলাচল না করার ফলে গত কয়েক দিনে এসব সড়কে তেমন একটা সড়ক দুর্ঘটনা ঘটেনি।

তবে মহাসড়কে চলাচলরত থ্রি-হুইলার চালকরা জানান, কয়েক দিন যাবৎ তারা মহাসড়কে গাড়ী চালাতে না পেরে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন। সড়কে উঠলে হাইওয়ে থানা পুলিশ মামলা দিয়ে অর্থ জরিমানা আদায় করছেন। এ অবস্থায় তাদের পরিবার পরিজন নিয়ে পথে বসার উপক্রম হয়েছেন।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী হোসেন জানান, ‘মহাসড়কে থ্রী হুইলার চলাচল বন্ধ করার জন্য আমরা স্বরাষ্ট্র মন্ত্রী, আইজিপি, অতিরিক্ত আইজিপি, হাইওয়ে পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ মাদারীপুর রিজিয়ন ফরিদপুর এর নির্দেশনা পালন করছি। অভিযানের আগে সার্বক্ষনিক মহাসড়কে মাইকিং, লিফলেট ও সেমিনারের মাধ্যমে প্রচার প্ররনা চালিয়েছি। এক্ষেত্রে মানবিকতার কোন সুযোগ নেই।

তিনি আরো বলেন, তারা চলতি মাসে উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ইতি মধ্যে ১৭৫ টি থ্রী-হইলারের বিরুদ্ধে মামলা দিয়ে প্রায় ৪ লক্ষ ৩৭ হাজার ৫শত টাকা রাজস্ব আদায় করেছি। এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: