বগুড়ায় করোনায় একজনের মৃত্যু, বেড়েছে শনাক্ত
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে জেলায় নতুন করে ২৩৩ নমুনায় আরও ১০জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৪ দশমিক ৫৩ শতাংশ। যা গতকাল ছিল ২ দশমিক ৫৩ শতাংশ। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৭ জন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
তথ্যমতে, করোনায় মারা যাওয়া ব্যক্তি হলেন- বগুড়া সদর উপজেলার সত্যরঞ্জন ঘোষ (৫৮)। এই নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৬৮৫ জনে দাঁড়ালো।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বৃহস্পতিবার মোট ২৩৩ নমুনার ফলাফল এসেছে। এতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১০ জন পজিটিভ ছিলেন। নতুন আক্রান্ত ১০ জনই সদরের বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ৫১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ৮০৯ জন।