মাধবপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বিদুৎপৃষ্ট হয়ে হামদু মিয়া (২৬) নামের এক যুবক মারা গেছেন।
আজ (শুক্রবার ১ অক্টোবর) সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের গোপালপুর গ্রামে একটি মসজিদ সেচ্ছায় মেরামতের কাজ করা সময় তিনি বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। হামিদ মিয়া গোপালপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।
আদাঐর ইউনিয়ন বিট পুলিশ অফিসার এসআই শামসুল আরেফিন জানান, আজ আনুমানিক সকাল ১১ টায় হামদু মিয়া গোপালপুর দক্ষিণ পাড়া জামে মসজিদে সেচ্ছাশ্রমে মেরামতের কাজ করতে গিয়ে বিদুৎতায়িত হয়। মসজিদের ছাদের উপরিভাগে কানিজের কাজ করার সময় ছাদের উপর দিয়ে বিদ্যুৎতের তার সাথে হামদু মিয়ার হাতে তাকা একটি স্টিলের গজকাঠির বিদুৎতায়িত হয় তখন সে ছাদ থেকে নিচে পরে যায়।
পরে তাকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফরওয়া ফারহিন অমি তাকে মৃত ঘোষণা করেন।