দুর্গাপুরে কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন
এস.এম রফিক, (দুর্গাপুর) :
নেত্রকোনার দুর্গাপুরে কম্পিউটার ট্রেনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে পৌর শহরের সাধুপাড়ায় ওবায়দুল্লাহ মডেল মাদ্রাসা প্রাঙ্গণে এই কম্পিউটার সেন্টারের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় কম্পিউটার ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক একেএম ওবায়দুল্লাহ’র সঞ্চালনায় ও ওবায়দুল্লাহ মডেল মাদ্রাসার সভাপতি আবুল কাশেমে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুসং সরকারি মহাবিদ্যালয়ের আইসিটি বিষয়ক প্রভাষক মোঃ শাহজাহান সিরাজ, সাবেক পৌর মেয়র শ.ম জয়নাল আবেদীন, ময়মনসিংহের তারাকান্দা বকশীমূল কলেজের আইসিটি বিষয়ক সাইফুল ইসলাম বিশ্বাসসহ আরো অনেকেই।
অনুষ্ঠানে অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন প্রথম দিনের শুভেচ্ছা ক্লাসে। পরিচিত হন শিক্ষক সহ কম্পিউটারের বিভিন্ন সরঞ্জামাদির সাথে।
উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, বর্তমান সমাজ কম্পিউটার নির্ভর সমাজ। এখন ছোট থেকে বড় যেকোনো কাজেই কম্পিউটারের ব্যবহার হয়ে আসছে। তাই সবার জন্যই কম্পিউটার জ্ঞান অবশ্যক। তাই কম্পিউটার শিক্ষায় এসব ট্রেনিং সেন্টারে গুরুত্ব পূর্ণ ভূমিকা রয়েছে। এক্ষেত্রে সল্প খরচে এবং সল্প সময়ে কম্পিউটার শিক্ষার মাধ্যমে নিজেদের ব্যক্তিগত কাজ ছাড়াও বেকারত্ব দূরীকরণে বিশেষ ভূমিকা রাখবে।