শিল্প সচিবের নর্থ বেঙ্গল সুগার মিলস পরিদর্শন
মো: রবিউল ইসলাম, (নাটোর) :
নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিল পরিদর্শন ও কর্মচারিদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন শিল্প মন্ত্রণালয় সচিব জাকিয়া সুলতানা।
আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর ) দুপুরে উপজেলা গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিল্প সচিব বলেন, শিল্প কারখানা টিকে রাখতে হলে ক্ষতি থেকে বের হতে হবে এবং লাভজনক প্রতিষ্ঠানে পরিনত করতে হবে।
মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আনোয়ারুল আলম, পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) বিএসএফআইসি এনায়েত হোসেন।
এছাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার, লালপুর থানা অফিসার ইনচার্জ ফজলুর রহমান, মিলের মহাব্যবস্থাপক (প্রশাসন) আনিসুর রহমান, মহা ব্যবস্থাপক (কৃষি) মনজুরুল হক, মহাব্যবস্থাপক (কারখানা) আনোয়ারুল ইসলাম, মহা ব্যবস্থাপক (অর্থ) হিরন্ময় বিশ্বাস, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি গোলাম কাওসার, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু প্রমূখ।