নাটোরে শনিবার সন্ধ্যা পর্যন্ত বাস ধর্মঘট স্থগিত
মো: রবিউল ইসলাম, (নাটোর) :
শনিবার সন্ধ্যা পর্যন্ত নাটোরে বাস ধর্মঘট স্থগিত করেছে নাটোর জেলা বাস মালিক সমিতি।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর)বিকেলে পুলিশ সুপারের সাথে বৈঠকে এই সিধান্ত নেয় নাটোর বাস মালিক সমিতি ও সিংড়া বাস মালিক সমিতি।
বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার জানান, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার্থীদের দূর্ভোগ লাগবে এই সিধান্ত হয়েছে।
দুই মালিক সমিতির দ্বন্দের বিষয়ে লক্ষন পর্দার বলেন, এই বিষয়ে চুড়ান্ত সিধান্ত এখনো হয়নি। আগামী শনিবার বিকেলে আবারও উভয় পক্ষের সাথে পুলিশ সুপারের বৈঠকে চুড়ান্ত সিধান্ত হবে। আগামীকাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা থাকায় পুলিশ সুপারের অনুরোধে শনিবার সন্ধ্যা পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়েছে।
এব্যাপারে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, শনিবার উভয় পক্ষের বৈঠকে সমস্যার সমাধান হবে।
নাটোর জেলা বাস মালিক সমিতির বাস বনলতা ট্রাভেলসের ৩ শ্রমিককে গত বুধবার সন্ধ্যায় শেরকোল এলাকায় মারপিট করে সিংড়ার বাস মালিক পক্ষের লোকজন। এই ঘটনায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) থেকে ধর্মঘট ডাকে নাটোর জেলা বাস মালিক সমিতি।