জাতীয় কন্যা শিশু দিবসে নাটোরে আলোচনা
মো: রবিউল ইসলাম, (নাটোর) :
জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে নাটোরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে
নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট রহিমা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান প্রমুখ।