রামেক হাসপাতালে এক প্রসূতির ৫ সন্তান প্রসব
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে এক প্রসূতি একসঙ্গে পাঁচটি সন্তান প্রসব করেছেন। বৃহস্পতিবার( ৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ওই প্রসূতি পাঁচটি সন্তান প্রসব করেন। তবে জন্মের পরপরই পাঁচটি নবজাতকই মারা যায়। ফলে প্রসূতি মা একসঙ্গে ৫ সন্তান জন্ম দিলেও খালি হাতেই বাড়ি ফিরতে হচ্ছে তাকে।
হতভাগা প্রসূতি মায়ের নাম জেসমিন খাতুন। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর এলাকার শহিদুল ইসলাম শহিদের স্ত্রী। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে একসঙ্গে পাঁচটি সন্তান প্রসবের খবর ছড়িয়ে পড়লে ওই নবজাতকগুলোক দেখার জন্য ২৪ নম্বর ওয়ার্ডে উৎসুক জনতার ভিড় জমে। বিকাল সাড়ে ৫টার মধ্যেই সব কয়টি বাচ্চাই মারা যায়।
রামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি বলেন, এক প্রসূতি মা রামেক হাসপাতালে এক সঙ্গে ৫ টি সন্তান প্রসব করে। জন্মের পরপরই এক সন্তান মারা যায়। পরে বাকি চারজনকে হাসপাতালের ২৪ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছিলো। কিন্তু বেশ কয়েকটি বাচ্চা হওয়ার কারণে বাচ্চাগুলোর ওজন অনেক কম ছিল। অনেক চেষ্টা করেও কাউকে বাঁচানো সম্ভব হয়নি। জন্মের ২ ঘণ্টার মধ্যে সব কয়টি নবজাতকই মারা যায়।