রাজশাহীতে মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মহানগরীর সাগরপাড়া এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে কমপ্লেক্সটির নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, আজকের দিনটি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও আমরা বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য অত্যন্ত আনন্দের দিন। রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেস ভবন করার যে ইচ্ছে ও বাসনা বীর মুক্তিযোদ্ধার মধ্যে এতোদিন ছিল, সেটি পূরণের দিন। মুক্তিযুদ্ধের ইতিহাস ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে সিটি মেয়র বলেন, রাজশাহীতে মানুষের মাঝে আরো বেশি করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছড়িয়ে দিতে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ছড়িয়ে দিতে রাজশাহী মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে বলে মনে করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন- রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাদী, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল, সাবেক মহানগর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জিন্নাতুন নেসা তালুকদার ও এলজিইডি রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মো. সানিউল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক। এর আগে অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি রাসিক মেয়র ও অন্যান্য অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।