গৌরীপুরে স্কাউটস’র সম্পাদক হলেন দেওয়ান কামাল
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
বাংলাদেশ স্কাউটস ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পাবলিক হলে অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় সর্বসম্মতিক্রমে সম্পাদক নির্বাচিত হয়েছেন উপজেলার অচিন্তপুর ইউনিয়নে লংকাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধার সন্তান দেওয়ান কামরুল হাসান কামাল।
উপজেলা স্কাউটস এর সভাপতি ইউএনও হাসান মারুফের সভাপতিত্বে কাউন্সিলের প্রথম অধিবেশনের আলোচনা সভায় বক্তব্য দেন, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা স্কাউটস’র কমিশনার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, উপজেলা স্কাউটস’র সম্পাদক আহাম্মদ হোসেন প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনা করেন স্কাউটার আনোয়ার হোসেন।