শিরোনাম

South east bank ad

ঝালকাঠি সরকারি কলেজের নতুন অধ্যক্ষ ইউনুস আলী সিদ্দিকী

 প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি) :

ঝালকাঠি সরকারি কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন বরিশাল ব্রজমোহন সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী। কলেজের অধ্যক্ষ প্রফেসর আনছার উদ্দীন অবসরপ্রাপ্ত হওয়ায় এ কলেজের অধ্যক্ষের পদটি শূন্য হয়। এতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক (ইংরেজি) মো. ইলিয়াস বেপারী।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর ) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ স্বাক্ষরিত এক আদেশে তার পদায়ন করা হয়। আদেশে বলা হয়েছে, বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হল।

অল্প দিনের মধ্যেই অধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানিয়েছেন ইউনুস আলী সিদ্দিকী। তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় আমার ওপর আস্থা রেখে এ কলেজের দায়িত্ব দিয়েছেন তা পালন করতে সর্বাত্মক চেষ্টা করব। ঝালকাঠি কলেজের যে ঐতিহ্য রয়েছে তা ধরে রাখতে যা যা প্রয়োজন তাই করবেন বলে জানান তিনি।

ইউনুস আলী সিদ্দিকী ১৪ তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে শিক্ষকতা শুরু করেন। তার বাড়ি নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: