হয়রানির প্রতিবাদে ডুমুরিয়ায় সংবাদ সম্মেলন
শেখ হেদায়েতুল্লাহ, (খুলনা) :
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার আঙ্গারদোহা এলাকায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে অসহায় একটি পরিবারকে। পরিবারটি পুলিশের সহায়তা চেয়েও পাচ্ছেন বলে দাবি করেছেন। চরমনিরাপত্তাহীনতায় রয়েছেন পরিবারটি দাবি করে ডুমুরিয়া প্রেসক্লাবে বৃহস্পতিবার সকালে অসহায় পরিবারটির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে।
সংবাদ সন্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগীর স্ত্রী শরিফা বেগম। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী উপজেলার খর্ণিয়া ইউনিয়নের আঙ্গারদোহা গ্রামের মুনছুর আলী খানের পৈত্রিক সুত্রে পাওয়া রেকর্ডীয় তফশিল বর্ণিত সম্পত্তি যার জেএল নং-২৭, এসএ খতিয়ান নং-১৮,দাগ নং-৪২৫, জমির পরিমান-.৭৩ শতাংশ, বর্তমান খতিয়ান নং-১২৬, দাগ নং-৬০৩। চলতি বছর পর্যন্ত ওই সম্পত্তির সকল প্রকার খাজনা দাখিলা আমরা পরিশোধ করেছি। কিন্তু প্রতিবেশি আব্দুর রাজ্জাক মোড়ল, আবুল কালাম মোড়ল, সাত্তার মোড়লসহ তাদের সহযোগীরা জোরপূর্বক ওই সম্পত্তি দখলের চেষ্টা ও একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। পরিবার পরিজন নিয়ে সব সময় নিরাপত্তাহীনতার মধ্যে দিন পার করছি।
ওদিকে পুলিশের কাছে গেলেও কোন সহযোগিতা পাচ্ছি না বলে দাবি করেন। তিনি আরও জানান, প্রতিপক্ষের বিরুদ্ধে আমরা গত ২৮ সেপ্টম্বর ২০২১ তারিখে খুলনা বিজ্ঞ অতিরিক্তি জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৪/১৪৫ ধারায় উল্লেখিত ব্যাক্তিদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছি। বর্তমানে অভিযোগটি শুনানীর পর্যায়ে রয়েছে।