গৌরীপুরে আ’লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত
মশিউর রহমান কাউসার, (গৌরীপুর) :
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামীলীগ। কর্মসূচীর মধ্যে ছিল- আলোচনা সভা, কেককাটা ও দোয়া-মাহফিল। এতে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিধু ভুষণ দাসের সঞ্চালনায় স্থানীয় বঙ্গবন্ধু চত্বরে আওয়ামীলীগ কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ রহুল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, শ্রম বিষয়ক সম্পাদক আলী আহাম্মদ খান সেলভী, কৃষি বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন, তথ্য ও গবেষণা সম্পাদক এড. জসিম উদ্দিন আহাম্মদ, মহিলা বিষয়ক সম্পাদক রাবেয়া ইসলাম ডলি, উপজেলা শ্রমিকলীগের আহবায়ক আব্দুস সামাদ, পৌর আওয়ামীলীগ নেতা রওশন সারোয়ার সজির, মহিলা আওয়ামীলীগ নেতা শিউলী চৌধুরী, দিলুয়ারা আক্তার, সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান শাহীন, উপজেলা যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ প্রমুখ।