ঝিনাইগাতীতে ইউনিয়ন পর্যায়ে প্রায় ১০ হাজার গণটিকা গ্রহন
শেখ সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর) :
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক সারা দেশের ন্যায় শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে ইউনিয়ন পর্যায়ে ৭ ইউনিয়নে প্রায় ১০ হাজার জনসাধারণ কোভিড- ১৯ এর ১ম ডোজের গনটিকা গ্রহন করেছেন।
এদের মধ্যে পুরুষ- ৪ হাজার ৮ শত ৭০ জন এবং মহিলা ৫ হাজার ৫৯ জন। ২৮ ও ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার ও বুধবার এ গনটিকার কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সুত্রে জানা যায়, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া, গৌরীপুর, মালিঝিকান্দা ও হাতীবান্ধা ইউনিয়নে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার ৪ হাজার ৯ শত ৮১ জন গনটিকা গ্রহন করেন। এদের মধ্যে পুরুষ- ২ হাজার ৩ শত ৫৩ জন এবং মহিলা- ২ হাজার ৬ শত ২৮ জন। অপরদিকে ২৯ সেপ্টেম্বর বুধবারে কাংশা, ধানশাইল ও ঝিনাইগাতী সদরে গনটিকা গ্রহন করেন ৪ হাজার ৮ শত ৩২ জন। এদের মধ্যে পুরুষ- ২ হাজার ৪ শত ৫২ জন এবং মহিলা- ২ হাজার ৩ শত ৮০ জন। একই দিনে দ্বিতীয় ডোজের সিনোফার্ম টিকা গ্রহন করেন ১ শত ১৬ জন। এদের মধ্যে পুরুষ- ৬৫ জন, মহিলা- ৫১ জন।
ইউএইচএফপিও ডা. মো. জসিম উদ্দিন জানান, আগামী বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ম ডোজের ২ হাজার গনটিকা এবং পরবর্তীতে পাইকুড়ায় ২ হাজার এবং বাকাকুড়ায় ১ হাজার গনটিকা প্রদান করা হবে। গত দু'দিনের ইউনিয়ন পর্যায়ে গনটিকা প্রদানের সাবিক কার্যক্রম পরিচালনা করেন,ইউএইচএফপিও ডা. মো. জসিম উদ্দিন।