মাধবপুরে করাতকলে অভিযান
শেখ জাহান রনি, (মাধবপুর) :
হবিগঞ্জের মাধবপুরে অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
বুধবার ( ২৯ সেপ্টেম্বর) উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে করাতকল (লাইসেন্স) বিধিমালা, ২০১২ এর আওতায় এ অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন, বন বিভাগ, পুলিশ বিভাগ ও আনসার বাহিনীর যৌথ এ অভিযানে ৬টি অবৈধ করাত কল বন্ধ করে দেওয়া হয় এবং এসব করাতকলের সকল যন্ত্রপাতি জব্দ করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজন করাতকল মালিককে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ২হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ অভিযানে অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন, সহকারী বন সংরক্ষক মোঃ মারুফ হোসেন, সহকারী বন সংরক্ষক মোঃ মনিরুল ইসলাম, এবং উপ-পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল কাদের।