সাগর মোহনায় ট্রলারডুবির ২৬ ঘণ্টা পর ১৮ জেলে উদ্ধার
ইকরামুল আলম, (ভোলা) :
ভোলার চরফ্যাশন উপজেলায় সাগর মোহনায় ইলিশ শিকারে গিয়ে মাছ ধরার ট্রলার ডুবে মাঝিসহ ১৮ জেলে নিখোঁজ হওয়ার ২৬ ঘন্টা পর জীবিত উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত জেলেরা হলেন, মহিউদ্দিন মাঝি, দুলাল, সাজাহান মুন্সি, আবদুল মুনাফ, মোসলেহ উদ্দিন, ওবায়দুল্লাহ, নুরনবী, হাবিবুল্লাহ মিঝি, আজাদ, রুবেল, আলমগীর, জাকির, সাজাহান, ফরিদ, বেলায়েত, জাহানপুরের বাসিন্দা জসিম, ও দৌলাতখান উপজেলার মঞ্জু।
বুধবার (২৯সেপ্টেম্বর) সন্ধ্যায় ডুবে যাওয়া ট্রলারের মাঝি মহিউদ্দিনের ভাই খলিল উদ্দিন নিখোঁজ জেলেদের সন্ধানের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ঢালচর সংলগ্ন ভাসানচরের পূর্বে পাশে সাগর মোহনায় এফবি মা জননী-২ নামের ট্রলার তলা ফেটে ডুবে যায়। ট্রলারটি উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের মাইনুদ্দিন মৎস্যঘাটের মহিউদ্দিন মাঝির।
গত শুক্রবার বিকেলে স্থানীয় জাহানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ১৫ জন ও পাশ্ববর্তী জাহানপুর ইউনিয়নের ১জন এবং দৌলতখান উপজেলার ২জন জেলে নিয়ে সাগর মোহনায় মাছ শিকারে যায়।
জাহানপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মালেক মিয়া জানান, মঙ্গলবার বিকালে ট্রলারটির তলা ফেটে গিয়েছে বলে মাঝি মহিউদ্দিন তাঁর ভাই খলিলকে ফোন করে জানায়। পরে ভাসানচরের পূর্ব দিকে মেঘনায় একটি ট্রলার নিয়ে তাদেরকে উদ্ধারের জন্য বলে। খবর পেয়ে বৃষ্টি ও ঝড়োবাতাসের মধ্যে দুইটি ট্রলার নিয়ে বুধবার জেলেদের উদ্ধার করতে মাছঘাট থেকে ছেড়ে যায়।
ডুবে যাওয়া ট্রলারের মাঝি মহিউদ্দিনের ভাই খলিল জানান, আমার ভাই মহিউদ্দিন মাঝিসহ নিখোঁজ ১৮ জেলের সন্ধান পাওয়া গেছে তাঁরা সুস্থ্য আছে তাদের সঙ্গে আমার কথা হয়েছে। তবে ট্রলারটির এখনও সন্ধান পাওয়া যায়নি।
হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান সেলিম হাওলাদার জানান, নিখোঁজ ১৮ জেলেকে ঢালচরের একটি ট্রলার উদ্ধার করেছে বলে জেনেছি। তবে ট্রলারটি পাওয়া যায়নি।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, নিখোঁজ জেলেদের উদ্ধারে স্থানীয় জেলে ও থানা পুলিশ নদীতে গিয়েছে।