শিরোনাম

South east bank ad

আনোয়ারায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক-১

 প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে চুরি হওয়া মোটরসাইকেল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা থেকে উদ্ধার করা হয়েছে। এসময় ইকবাল হোসেন (৩৮) নামে চোরচক্রের এক সদস্যকেও আটক করা হয়।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে চকরিয়া উপজেলার বদরখালী থেকে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়,আটককৃত ইকবাল চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের জালাল উদ্দিনের ছেলে।

এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন,গতকাল আনোয়ারা থেকে হারিয়ে যাওয়া মোটর সাইকেলসহ চোরচক্রের এক সদস্যকে চকরিয়া উপজেলার বদরখালী থেকে আটক করা হয়েছে। আজ তাকে কারাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য যে,গত ৯ সেপ্টেম্বর আনোয়ারা উপজেলার সদরে অবস্থিত পূবালী ব্যাংকের পেছনে রশিদ ভবনের সিঁড়ির নিচ থেকে মোটরসাইকেলটি চুরি হয়।এ ঘটনায় থানায় অভিযোগের পর অভিযানে নামে পুলিশ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: