রাজশাহীতে গলায় ফাঁস দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা
আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :
রাজশাহীর বাঘা উপজেলায় গলায় ফাঁস দিয়ে লতা খাতুন নামের এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাবাসপুর গ্রামে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। নিহত লতা খাতুন উপজেলার হাবাসপুর গ্রামের রবিউল ইসলামের মেয়ে। সে স্থানীয় স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
এ বিষয়ে পুলিশ প্রাথমিক ধারনা, প্রণয়ঘটিত কারণে সে আত্নহত্যার পথ বেছে নিতে পারে। তবে ছাত্রীর পরিবারের দাবি, সে শ্বাসকষ্ট সহ্য করতে না পেরে আত্নহত্যা করেছে।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট এলে তার মৃত্যুর রহস্য জানা যাবে।