শিরোনাম

South east bank ad

রাজশাহীতে নগদ টাকাসহ ২৪ জুয়াড়ি গেপ্তার

 প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আমজাদ হোসেন শিমুল, (রাজশাহী ব্যুরো) :

রাজশাহী মহানগরীতে অভিযান চালিয়ে তাস ও দুই লাখ টাকাসহ ২৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টায় রাজশাহী জেলা শিরোইল বাস টার্মিনালের জুয়ার বোর্ড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. আরেফিন জুয়েল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো- নগরীর আমবাগান বর্ণালী মোড় এলাকার মৃত খাইরুদ্দিনের ছেলে আব্দুর রশিদ, শিরোইল স্টেশনপাড়ার শাহজাহানের ছেলে সেলিম রেজা বিষু, হোসনীগঞ্জ এলাকার মৃত মনিরুল ইসলামের ছেলে বেলাল হোসেন, রামচন্দ্রপুর বাসার রোড এলাকার মৃত আব্দুল মোতালেবের ছেলে মোতাহার হোসেন, একই এলাকার মো. এনামুলের ছেলে মনিরুল, বেলদারপাড়ার মৃত হেমন্ত কুমার রায়ের ছেলে দিপক রায়, হাদিরমোড় বউবাজার এলাকার মৃত মুকুল আলীর ছেলে সোহেল রানা, সপুরা গোরস্থানপাড়ার মৃত আব্দুর রউফের ছেলে রবিউল, সাগরপাড়া বল্লভগঞ্জ এলাকার মৃত আলম শেখের ছেলে আকবর আলী, রাজারহাতা এলাকার মৃত কাজী সাজ্জাদ হোসেনের ছেলে কাজী ছোটন, উপশহর এলাকার মৃত কায়ছার আহম্মেদের ছেলে আবু হেনা মোস্তফা কামাল, শালবাগান পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে হাবিবুর রহমান, হাজরা পুকুর ডাবতলা এলাকার মৃত আওয়াল ভূইয়ার ছেলে গিয়াস, একই এলাকার মৃত এহেসান আলীর ছেলে মুন্না, মেহেরচন্ডী পূর্বপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে তসলিম, আসাম কলোনী বউবাজার এলাকার মৃত মোসমেল সরদার খোকন, ছোটবনগ্রাম পূর্বপাড়ার নুরুল ইসলামের ছেলে সামিউল ইসলাম জনি, জামালপুর এলাকার মৃত নিতাই ঠাকুরের ছেলে শ্রী রঞ্জন অধিকারী, মাসকাটা দিঘী পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে জাফর ইকবাল, ধরমপুর কাজলা কেডিক্লাব এলাকার আকরামের ছেলে মনিরুল ইসলাম, বড়বনগ্রাম বাগানপাড়া এলাকার মৃত সেলিমের ছেলে পিংকু, বহরমপুর এলাকার মৃত মতিউর রহমানের ছেলে মনির হোসেন, মুরারীপুর এলাকার মৃত সাদমান আলীর ছেলে উজ্জল হোসেন এবং জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া শ্যামঘর এলাকার মৃত খুরশেদ আলমের ছেলে আব্দুল মালেক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে অতিরিক্ত উপ-কমিশনার মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকার সিকদার হোটেলের পিছনের রাজশাহী জেলা শিরোইল বাস টার্মিনালের জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করা হয়। এসময় ১৮ সেট খোলা তাস, ১৫ সেট ইনটেক তাস, জুয়ার বোর্ডের টাকার জন্য ব্যবহৃত ২ টি কাঠের বাক্স এবং জুয়া খেলার নগদ ২ লাখ ৬৩০ টাকাসহ এই ২৪ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীর শিরোইল বাস টার্মিনালের জুয়ার বোর্ডে বাস-ট্রাক-মিনিবাসসহ বিভিন্ন পরিবহন শ্রমিক ও শিরোইল কাঁচা বাজারের ব্যবসায়ীরা সারাদিন কাজকর্ম করে উপার্জিত অর্থ দ্বারা জুয়া খেলে টাকা-পয়সা নষ্ট করার ফলে তাদের পরিবারের সদস্যরা আর্থিক অভাব অনটনে না খাইয়া দিনাতিপাত করে আসছে। এ বিষয়ে এলাকার লোকজন আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিকের কাছে মৌখিক অভিযোগ দেয়। পরে পুলিশ কমিশনারের নির্দেশে ডিবির ৪টি টিম একত্রে এ অভিযান পরিচালনা করেন তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: