শেখ হাসিনার জন্মদিন পালন করল ভোলা ছাত্রলীগ
ইকরামুল আলম, (ভোলা) :
ভোলায় র্যালী আলোচনা সভা ও কেক কাটাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করেছে ভোলা জেলা ছাত্রলীগ।
এ উপলক্ষে মঙ্গলবার জেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক হাসিব মাহমুদ হিমেলের নেতৃত্বে এক আনন্দ র্যালী বের করা হয়ে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালী শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আলোচনা সভা ও পরে কেক কেটে জন্মদিন পালন করে ছাত্রলীগ নেতাকর্মীরা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগ সহ সভাপতি রাশেদুজ্জামান হেভেন, আমিনুল ইসলাম ইভান, ইব্রাহিম উজ্জ্বল, ইমরান হোসেন কিরন, জয়দেব চন্দ্র, আরাফাত চৌধুরী,আরমান আহসান, মেহতাব হোসেন, ইব্রাহিম শুভ,বনি আমিন প্রমুখ।