ডিজে নিয়ে বুলেট গ্রুপের পারকী যাত্রায় প্রশাসনের জরিমানা
জাহিদ হাসান হৃদয়, (আনোয়ারা) :
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ট্রাকে ডিজে সাউন্ড নিয়ে উচ্চস্বরে গান বাজিয়ে পারকী সমুদ্রে সৈকতে যাওয়ার পথে প্রশাসনের মুখে পড়ে ২হাজার টাকা জরিমানা গুনতে হয় বুলেট গ্রুপের সদস্যদের।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে পটিয়া থেকে পারকী বীচগামী স্কুলছাত্রের একটি ট্রাককে এই জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী বলেন, পটিয়া থেকে উচ্চস্বরে গান বাজিয়ে পারকী বীচে যাচ্ছে এমন খবর পেয়ে তৎক্ষনাৎ অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় গাড়ির ড্রাইভারের নেই কোন ড্রাইভিং লাইসেন্স। জিজ্ঞাসাবাদে তারে জনায় তাদের গ্রুপের নাম টিম বুলেট। প্রাথমিকভাবে গাড়ী আটক করে রাখা হয়। পরবর্তীতে উচ্চস্বরে গান বাজাবে না মর্মে অঙ্গীকার করায় ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাদের ছেড়ে দেওয়া হয়।